সিলেটে রায়হান হত্যা, তদন্ত কর্মকর্তা পরিবর্তন
সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন করেছে পিবিআই।
তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মহিদুল ইসলাম করোনায় আক্রান্ত হওয়ায় মঙ্গলবার মামলার তদন্তের ভার দেওয়া হয় পুলিশ পরিদর্শক আওলাদ হোসেনকে।
পিবিআই পুলিশ সুপার খালেদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রায়হান হত্যা মামলা তদন্ত চলাকালীন তদন্ত কর্মকর্তা সহ ৫ পুলিশ পরিদর্শক ও এক উপ পরিদর্শক ও ২ জন কনস্টেবল করোনায় আক্রান্ত হন। গুরুত্বপূর্ণ মামলাটির তদন্ত কর্মকান্ডে যাতে ব্যাঘাত না ঘটে তাই তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে।
অন্যদিকে, ঘটনার দিন বন্দরবাজার পুলিশ ফাড়িঁতে ধরে আনার সময় রায়হানের বিরুদ্ধে কথিত ছিনতাইয়ের অভিযোগকারী সাইদুল শেখের বিরুদ্ধে প্রতারনার মামলা দায়ের করেছেন এক ব্যক্তি।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া।
কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় বাদী আফজাল হোসেন অভিযোগ করেন, গত ১৩ অক্টোবর সিলেটের কাজির বাজার ব্রিজের মুখে সৌদি রিয়াল বিক্রির কথা বলে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে একটি প্যাকেট দেন।কিন্তু পরে প্যাকেট খুলে সেখানো কোনও রিয়াল পাওয়া যায় নি। পাওয়া গেছে পেপারে মোড়ানো একটি সাবান। এর আগে গত ২৫ অক্টোবর সাইদুল শেখকে ৫৪ ধারায় গ্রেফতার করে পিবিআই। পরে তাকে আদালতে তোলা হলে জেল হাজতে পাঠায় আদালত।❐