সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ৬
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শনিবার (৪ মার্চ) বিকালে এ বিস্ফোরণে ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে বিস্ফোরণ। এতে আশেপাশের এলাকায় বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে । বিস্ফোরণস্থল থেকে উড়ে যাওয়া একটি লোহার টুকরার আঘাতে একজন নিহত হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রশাসন জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে উদ্ধার শুরু করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। সেনাবাহিনীর সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে উপজেলা প্রশাসন।
সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন জানান, বিস্ফোরণে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ধ্বংসস্তুপের মধ্য থেকে এখনো হতাহতদের উদ্ধারের সম্ভাবনা রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ফখরুজ্জামান সাংবাদিকদের জানান, এলাকায় সীমা গ্রুপের ৫টি প্রতিষ্ঠান থাকলেও শুধু অক্সিজেন সিলিন্ডার রিফিল কারখানাটি চালু ছিল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানিয়েছেন, এখনো দুর্ঘটনাস্থল থেকে আহতদের নিয়ে আসা হচ্ছে। আহতদের সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তবে আহত নয় জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নুরুল আলম আশেক। এ নয়জন হলেন, মো. নূর হোসেন, মো. আরাফাত, মোতালেব, ফেনসি, মো. জসিম উদ্দিন, নারায়ণ, মো. ফোরকান, শাহরিয়ার ও জাহিদ হাসান।
বিস্ফোরণের ঘটনা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।