স্কয়ার প্রতিষ্ঠাতার স্ত্রী অনিতা চৌধুরীর মৃত্যু
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরী আর নেই।
স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়। ৯০ বছর বয়সী অনিতা চৌধুরী বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্কয়ার গ্রুপ জানিয়েছে, অনিতা চৌধুরী তাদের কাছে পরিচিত ছিলেন ‘স্কয়ার মাতা’ হিসেবে। তার মৃত্যুতে স্কয়ার পরিবার ‘শোকাহত’।
যুক্তরাষ্ট্রে স্কয়ার ফুড প্রোডাক্টসের সোল ডিস্ট্রিবিউটর নিউ হোক অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী ও সাপ্তাহিক বিজয় পত্রিকার প্রেসিডেন্ট ও সম্পাদক এ কে এম ফজলুল হক এক শোকবার্তায় অনিতা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অনিতা চৌধুরী স্কয়ার গ্রুপের বর্তমান চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর মা।
তার স্বামী স্যামসন এইচ চৌধুরী ২০১২ সালের ৫ জানুয়ারি সিঙ্গাপুরের এক হাসপাতালে ৮৬ বছর বয়সে মারা যান।
পাবনার এক গ্রামীণ ওষুধের দোকান থেকে ব্যবসা শুরু করা স্যামসন এইচ চৌধুরী ১৯৫৮ তিন বন্ধুকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
তার অক্লান্ত চেষ্টায় ফার্মাসিউটিক্যালের পাশাপাশি প্রসাধনসামগ্রী, টেক্সটাইল, কৃষিপণ্য, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও মিডিয়াতেও বিস্তৃত হয় স্কয়ারের ব্যবসা।
এক সাক্ষাৎকারে স্যামসন এইচ চৌধুরী বলেছিলেন, “এটি চার বন্ধুর প্রতিষ্ঠান। এর লোগোও তাই বর্গাকৃতির।”