স্টেডিয়ামে নগ্ন হওয়া সেই আর্জেন্টাইন নারী গ্রেপ্তার
টাইব্রেকার শেষে সবার চোখ ছিল লিওনেল মেসিদের ওপর। তবে লুসাইল স্টেডিয়ামের গ্যালারিতে নজর কাড়েন এক নারী আর্জেন্টাইন দর্শকও। আর্জেন্টিনার শিরোপা উদ্যাপনের খুশিতে কাপড় খুলে বক্ষদেশ প্রদর্শন করেন তিনি। মুসলিম অধ্যুষিত কাতারে এমন দণ্ডনীয় অপরাধ করে গ্রেপ্তার হয়েছেন সেই নারী সমর্থক। খবরটি নিশ্চিত করেছে বৃটিশ দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টের অনলাইন সাইট ‘ইন্ডি-হান্ড্রেড’।
ইন্ডি-হান্ড্রেডের প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টাইন নারী অর্ধ-নগ্ন হয়ে মেসিদের জয় উদযাপন করেছিল। সেই নারীকে জেলে পাঠিয়েছে কাতারি পুলিশ। দর্শকদের এমন আচরণ অবশ্য নতুন নয়। ২০১৮ বিশ্বকাপে স্পেনকে হারিয়ে শেষ ষোলোর টিকিট পেয়েছিল রাশিয়া। গ্রুপপর্বের সেই ম্যাচে নিজ দেশের জয়ের খুশিতে মাঠে উলঙ্গ হয়ে পড়েন বিখ্যাত রুশ মডেল মারিয়া লিমান।
রাশিয়ায় বিষয়টি খুব অস্বাভাবিক না হলেও রক্ষণশীল দেশ কাতারে এটি ঘোরতর অপরাধ। যেখানে পোশাকের কঠোর বিধিনিষেধ রয়েছে। বিশ্বকাপ শুরুর আগে কাতারি সংস্কৃতিকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছিল ফিফা।
খোলামেলা পোশাক পরতে নারী দর্শকদের অনুৎসাহিত করেছিল আয়োজক দেশ কাতার। বিদেশি নারী সমর্থকদের ন্যূনতম কাঁধ থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখার নির্দেশ দিয়েছিল কাতার সরকার। শুধু নারীদের জন্য নয়, পোশাকজনিত নিয়ম ছিল পুরুষ দর্শকদের জন্যও। খালি গায়ে স্টেডিয়াম কিংবা জনসম্মুখে চলাফেরা করতে পারবে না পুরুষ দর্শকরা। কমপক্ষে স্লিভলেস টি-শার্ট পরার আইন করেছিল কাতার। এটি অমান্য করলে ২৪০০ পাউন্ড বা প্রায় ৩ লক্ষ টাকা জরিমানা দিতে হবে বলে জানিয়েছিল কাতার সরকার। কাতারে পোশাক নিয়ে সীমাবদ্ধতা থাকলেও আর্জেন্টাইন নারী সমর্থকের এমন আচরণকে অনেকে বাহবা দিয়েছেন।
এক প্রত্যক্ষদর্শী ইন্ডি-হান্ড্রেডকে বলেন, ‘আমি দেখেছি তাকে। খুব সাহসী! সে গ্রেপ্তার হবে। যদিও সে এসবে পরোয়া করে না।’ দ্য সানের প্রতিবেদনে বলা হয়, স্টেডিয়াম থেকে বের হওয়ার পর সেই নারীর দেখা পাওয়া যায়নি। আশঙ্কা করা হচ্ছে পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। সান জানিয়েছে, মোটা অঙ্কের জরিমানা দিয়ে হাজত বাস এড়াতে পারেন এই নারী।