হঠাৎ বিস্ফোরিত বিশ্বের বৃহত্তম অ্যাকুরিয়াম
জার্মানির বার্লিনে এক লাখ লিটার পানিসহ বিশ্বের সবচেয়ে বড় অ্যাকুরিয়াম ‘অ্যাকুয়াডোম’ বিস্ফোরিত হয়েছে। এ জলাধারে বিভিন্ন প্রজাতির প্রায় দেড় হাজার মাছ ছিল।
আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে জানা যায়, হোটেল রেডিসন ব্লুয়ের বিশাল ওই অ্যাকুরিয়ামটি ফেটে হোটেল ও আশপাশের এলাকা পুরো ভেসে গিয়েছে।
২০০৩ সালে তৈরি প্রায় ৪৬ ফুট উঁচু স্থাপনাটি বিশ্বের সবচেয়ে বড় অ্যাকুরিয়াম হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম তুলেছিল। হঠাৎ এটি বিস্ফোরিত হয়ে আহতও হয়েছেন ঘটনাস্থলে থাকা দুজন।
বার্লিনের মেয়র ফ্রানজিস্কা গিফি ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, ভাগ্য ভালো বিস্ফোরণটি সকাল-সকাল হয়েছে। একটু পরে হলে হয়তো আরো অনেক মানুষ হতাহত হতে পারতেন।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ বলছে, চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে বিস্ফোরণের চিহ্ন। হোটেলের সামনে গেলে মনে হবে যেন ধ্বংসপুরী। চারদিকে পানি-কাদায় চপচপে হয়ে আছে।
ঘটনার পরপরই পুলিশ হোটেলের সবাইকে বাইরে সরিয়ে নিয়েছে।
বিস্ফোরণের পর থেকেই হোটেলটিতে উদ্ধারকার্যক্রম চালানো হচ্ছে। উদ্ধারকর্মীরা কুকুর নিয়ে বিভিন্ন কক্ষে কেউ হতাহত হয়েছে কিনা তা অনুসন্ধান করছেন। তবে দুজন ছাড়া আহত কাউকে পাওয়া যায়নি।
পানি ও কাদায় বিপজ্জনক হয়ে ওঠায় এরই মধ্যে হোটেলের সামনের রাস্তায় গাড়ি চলাচলও বন্ধ করে দিয়েছে নগর কর্তৃপক্ষ।