‘হিজাব পরা মেয়ে একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে’
কর্ণাটকের শিক্ষাঙ্গনে হিজাব নিয়ে চলা বিতর্কের মধ্যে অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন (মিম) দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি বললেন, ‘হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন। ’
সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি রবিবার নেট মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘হিজাব পরা মহিলা কলেজে যাবেন, জেলা কালেক্টর হবেন, জেলা শাসক, চিকিৎসক, ব্যবসায়ী ইত্যাদি হবেন। ’
সভায় উপস্থিত একদল মানুষের উদ্দেশে আসাদউদ্দিন বলেন, ‘যদি আমাদের মেয়েরা হিজাব পরতে চায়, তাদের বাবা-মায়েরা সমর্থন করবেন, তারপর দেখি কে আটকায়।
তিনি যোগ করেন, ‘তখন আমি হয়তো বেঁচে থাকব না, কিন্তু আমার কথা মনে রাখুন, একদিন হিজাব পরা মেয়ে ভারতের প্রধানমন্ত্রী হবেন। ’
এ নিয়ে সাংবাদিকরা বিশদ প্রতিক্রিয়া নিতে গেলে সংবাদমাধ্যমের সামনে আর কিছু বলতে চাননি ওয়েইসি। অন্যদিকে তাঁকে কটাক্ষ করে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী বিজেপি নেতা দীনেশ শর্মা দাবি করেন, এভাবে উত্তর প্রদেশ জুড়ে সাম্প্রদায়িকতার বীজ ছড়াতে চাইছে বিরোধীরা।
সূত্র: আনন্দবাজার পত্রিকা