হিটলারের হাতঘড়ি নিলামে
বহুল আলোচিত জার্মানীর রাজনৈতিক ও নাৎসি বাহিনীর নেতা এডলফ হিটলারের হাতঘড়ি নিলামে তোলা হচ্ছে। ১৯৩৩ সালের ২ এপ্রিল ঘড়িটি হিটলার তার ৪৪তম জন্মদিনের পুরস্কার হিসেবে পেয়েছিলেন।
নিলামের আয়োজক প্রতিষ্ঠান আলেকজান্ডার হিস্টোরিক্যাল অকশনস জানিয়েছে, ঘড়িটির দাম ৪ মিলিয়ন মার্কিন ডলার উঠতে পারে। ১৯৪৫ সালের ৪ মে মিত্রবাহিনীর হানায় পশ্চাদপসরণ করেন এডলফ হিটলার। অভিযান চালানোর সময় এক ফরাসি সেনা ঘড়িটি খুঁজে পান।
জন্মদিনের উপহার বলা হলেও অনেকেই মনে করেন ১৯৩৩ সালে যেদিন নাৎসি পার্টি নির্বাচনে জয়লাভ করেছিল, সেদিন পুরস্কার হিসেবে ঘড়িটি উপহার দেওয়া হয়েছিল।
ঘড়িটির আসল মালিক যে হিটলার ঐতিহাসিকরা দীর্ঘ গবেষণার পর নিশ্চিত হয়ে জানিয়েছেন।
আলেকজান্ডার হিস্টোরিক্যাল অকশনস নামে আমেরিকার ওই নিলামঘর কর্তৃপক্ষ জানিয়েছেন, হাতঘড়িটির ডায়ালের পেছনে হিটলারের আদ্যক্ষর খোদাই করা রয়েছে। তার ঠিক পাশে রয়েছে একটি উড়ন্ত ঈগল এবং নাৎসি জমানার স্বস্তিক চিহ্ন।