হিন্দু যুবককে হত্যা: থমথমে রাজস্থানে ১৪৪ ধারা জারি
ভারতের রাজস্থানের উদয়পুরে দুই মুসলিম যুবকের হাতে মঙ্গলবার একজন হিন্দু দর্জির নৃশংস হত্যাকাণ্ডের পর গোটা রাজ্যেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ও থমথমে হয়ে রয়েছে। তবে কোথাও বড় কোনও অশান্তির খবর পাওয়া যায়নি।
রাজ্যের সব জেলাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে, পুলিশ রয়েছে হাই অ্যালার্টে। উদয়পুর শহরে সব দোকানপাট, অফিসকাছারি আজ বন্ধ – চলছে সার্বক্ষণিক পুলিশ টহল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দর্জি কানহাইয়ালালের হত্যাকাণ্ডের বিরুদ্ধে মঙ্গলবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হলেও আজ বুধবার আর মানুষকে জমায়েত হতে দেওয়া হয়নি। পরিবারের সম্মতিতে পোস্ট মর্টেমের পর নিহতের শেষকৃত্যেরও ব্যবস্থা করা হয়েছে।
ইসলামের নবী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বহিষ্কৃত বিজেপি মুখপাত্র নূপুর শর্মার সমর্থনে সম্প্রতি ফেসবুকে পোস্ট দেয়ার পর থেকে নিহত ঐ দর্জিকে হুমকি দেয়া হচ্ছিল। বলে পুলিশ জানিয়েছে।
এদিকে হত্যাকারী দুই যুবকের আন্তর্জাতিক স্তরে বা কোনও সংগঠনের সঙ্গে যোগসাজস ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটে জানিয়েছে।
রাজস্থানের কংগ্রেস মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়াতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তারা প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন। গৌস মহম্মদ ও রিয়াজ আখতারি- দুজন হত্যাকারীকেই গতকাল উদয়পুরের পাশের জেলা রাজসমন্দ থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সন্ত্রাস দমনে ভারতের শীর্ষ তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) কর্মকর্তারাও গত রাতেই উদয়পুরে পৌঁছে গেছেন।
এই হত্যাকাণ্ডকে যে একটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে দেখা হচ্ছে, তদন্তে এনআইএ-র যোগদান থেকেই তা স্পষ্ট।