হোসনেয়ারা চৌধুরীর জন্মদিনে ছিন্নমূল মানুষদেরকে কম্বল উপহার
ঢাকা: গতকাল (৩১ ডিসেম্বর) ছিল ২০২৩ সালের শেষ দিন। একই সঙ্গে দিনটি ছিল নিউ ইয়র্ক ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান শাহ্ ফাউন্ডেশনের কো ফাউন্ডার ও ভাইস প্রেসিডেন্ট এবং নিউ ইয়র্ক ভিত্তিক ইংরেজি ভাষার সাপ্তাহিক দ্য জেনারেশন পত্রিকার সম্পাদক পরিষদের সদস্য হোসনেয়ারা চৌধুরীর জন্মদিন।
জন্মদিনের দিনটি হোসনেয়ারা চৌধুরী বিশেষ কোনও আয়োজন না করে নিজের পরিবারের সঙ্গেই উদযাপন করেন।
কিন্তু বিশেষ আয়োজন একেবারেই যে ছিল না তাও কিন্তু নয়।
হোসনেয়ারা চৌধুরীর স্বামী ও শাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট এবং দ্য জেনারেশন পত্রিকার নির্বাহী সম্পাদক শাহ্ জে. চৌধুরী স্ত্রীকে সারপ্রাইজ দিতে ভিন্ন এক আয়োজন করেন। তিনি বাংলাদেশের রাজধানী ঢাকার কিছু ছিন্নমূল শীতার্ত মানুষদেরকে কম্বল দেওয়ার পরিকল্পনা করেন।
তিনি বলেন, আমার স্ত্রী আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আর স্ত্রীর জন্মদিনে তার পক্ষ থেকে এটিই আমার উপহার।
৩১ ডিসেম্বর দুপুরে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের পশ্চিম গেটে কম্বল বিতরণ শুরু করা হয়। এসময় বিভিন্ন জাতীয় পত্রিকাসহ ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে রাত ১২টার পর ঢাকার মৌচাক, মালিবাগ, শান্তিনগর ও কাকরাইল এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা ৫০ জন মানুষদের কম্বল দেওয়া হয়।
কম্বল উপহার বিতরণের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন রূপসী বাংলা ও দ্য জেনারেশন পত্রিকার নির্বাহী সম্পাদক মুবিন খান। তার সঙ্গে সহযোগিতায় ছিলেন ব্যবসায়ী আব্দুল বাসেত রাসেল, নয়ন খালিদ, সাংবাদিক মাখদুম সামী কল্লোল।