Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 22, 2024
হেডলাইন
Homeবাংলাদেশ১৮ মার্চ আন্তঃসীমান্ত তেল পাইপলাইন উদ্বোধন করবেন শেখ হাসিনা ও মোদি

১৮ মার্চ আন্তঃসীমান্ত তেল পাইপলাইন উদ্বোধন করবেন শেখ হাসিনা ও মোদি

১৮ মার্চ আন্তঃসীমান্ত তেল পাইপলাইন উদ্বোধন করবেন শেখ হাসিনা ও মোদি

বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম আন্তঃসীমান্ত তেল পাইপলাইন যৌথভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ভারত আমাদের ডিজেল পাঠাবে। পাইপলাইনের কাজ সম্পন্ন হয়েছে। দুই প্রধানমন্ত্রী আগামী ১৮ মার্চ পাইপলাইনের উদ্বোধন করবেন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ১৩০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন নির্মানে খরচ হয়েছে ৩৭৭ কোটি ভারতীয় রূপি। এখন থেকে এই ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের’ মাধ্যমে ভারত ডিজেল রপ্তানি করবে। পাইপলাইনটি বাংলাদেশের মধ্যে ১২৫ কিলোমিটার এবং ভারতের মধ্যে ৫ কিলোমিটার রয়েছে। বাংলাদেশ এতদিন ভারত থেকে রেলপথে ডিজেল আমদানি করত।

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত আসাম-ভিত্তিক নুমালিগড় রিফাইনারি লিমিটেডের বিপণন টার্মিনাল থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) পার্বতীপুর ডিপোতে জ্বালানি বহন করবে। ভারতের প্রধানমন্ত্রী মোদি ২০১৭ সালে এই পাইপলাইনে অর্থায়নে সম্মত হয়েছিলেন।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment