২০২২ সালে বিশ্বে খাদ্যমূল্য ছিল সর্বোচ্চ
২০২২ সালে বিশ্বে খাদ্যের মূল্য সর্বোচ্চ ছিল। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে খাদ্যপণ্যের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।
জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও) গড় মূল্য সূচকে গত বছর খাদ্যের দাম ছিল সর্বোচ্চ পর্যায়ে।
এফএও বিশ্বজুড়ে খাদ্যপণ্যের আন্তর্জাতিক মূল্য ট্র্যাক করে। তারপর তারা এই সূচক নির্ধারণ করে।
তাতে দেখা গেছে ২০২২ সালে এই সূচকের গড় ছিল ১৪৩.৭ পয়েন্ট। ২০২১ সালের থেকে তা শতকরা ১৪.৩ ভাগ বেশি। ১৯৯০ সালে এই রেকর্ড রাখা শুরু হয়।
এ সময়ের মধ্যে গত বছরের রেকর্ড সর্বোচ্চ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।