২০২৪ সালের অলিম্পিক থেকে রাশিয়াকে নিষিদ্ধের দাবি ইউক্রেনের
২০২৪ সালের অলিম্পিক থেকে রাশিয়াকে নিষিদ্ধ করার দাবি তুলেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়া অলিম্পিকে অংশ নেয়াকে তিনি কোনোভাবে মেনে নেবেন না। যদিও যুক্তরাষ্ট্রের রুশ অ্যাথলেটদের যোগ দেয়া নিয়ে কোনো সমস্যা নেই। তবে তারা দাবি তুলেছে, রাশিয়ার অ্যাথলেটদের নিরপেক্ষ পতাকা ব্যবহার করতে হবে।
কিন্তু তাতেও রাজি নন জেলেনস্কি। তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখের সঙ্গে এ নিয়ে আলোচনা পর্যন্ত করেছেন। সেখানে তিনি দাবি তুলেছেন, রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা যাতে অলিম্পিকে যোগ দিতে না পারে। বাখ যদিও আগেই জানিয়েছিলেন, ২০২৪ সালের অলিম্পিকে রাশিয়া এবং বেলারুশের যোগদান নিয়ে যথেষ্ট সংশয় আছে। অলিম্পিক কমিটি স্পোর্টস গভর্নিং বডিগুলিকে যে নির্দেশ পাঠিয়েছে, তাতে স্পষ্ট বলা হয়েছে, ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়া এবং বেলারুশের উপর নিষেধাজ্ঞা আছে। সে কারণে ওই দুই দেশের খেলোয়াড়রা আপাতত কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়রা নিরপেক্ষা পতাকা ব্যবহার করলে তাদের আপত্তি নেই। যদিও এভাবে কোনো দেশের খেলোয়াড়দের বাদ দেয়ার চেষ্টাকে খুব একটা ভাল চোখে দেখছে না অনেকেই।
বিজ্ঞাপন
অলিম্পিকে বরাবরই রাশিয়ার অ্যাথলেটরা এগিয়ে থাকেন। মেডেলের সংখ্যায় সেই সোভিয়েত আমল থেকে রাশিয়া প্রথম দিকে থাকে।
কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, রাশিয়া এবং বেলারুশের অ্যাথলেটরা নিরপেক্ষ পতাকা ব্যবহার করলে অলিম্পিকে যোগ দিতে পারেন। কিন্তু জেলেনস্কি বলেন, মস্কো যখন যুদ্ধ চালাচ্ছে, তখন এই নিরপেক্ষ পতাকার ধারণাটি অর্থহীন। রাশিয়া নিরপেক্ষ মানুষের বাঁচার অধিকারে হস্তক্ষেপ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্য, রাশিয়া এবং বেলারুশের অ্যাথলেটরা নিরপেক্ষ পতাকা ব্যবহার করলেও তাতে রক্তের ছোপ লেগে থাকবে। তিনি রাশিয়াকে ‘সন্ত্রাসী’ দেশ বলে আখ্যায়িত করেন।