২০২৫ সাল থেকে নতুন রূপে ক্লাব বিশ্বকাপ
কয়েক বছর ধরে গুঞ্জন ছিল ক্লাব বিশ্বকাপ হবে ২৪ দলের। কিন্তু এর পরিসর আরও বিস্তৃতভাবে চিন্তা করছে ফিফা। সেই পরিকল্পনা থেকেই ৩২ দলের বিশ্বকাপ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। প্রতি চার বছর পরপর মাঠে গড়াবে ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরটি।
জাতীয় দলগুলোকে নিয়ে যে ফরমেটে আয়োজন করা হচ্ছে বিশ্বকাপ, ক্লাব টুর্নামেন্টও হবে একইভাবে। আজ ফিফা কাউন্সিলের বৈঠক শেষে এমনটিই জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ ক্ষমতাধর জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানান, এবারের আয়োজন হবে মরক্কোতে।
সাধারণত প্রতি বছরের শেষ দিকে আয়োজন করা হয়ে থাকে ক্লাব বিশ্বকাপ। অংশ নিয়ে থাকে মহাদেশগুলোর মুষ্ঠিমেয় কয়েকটি ক্লাব। টুর্নামেন্টের ফরমেটেও আছে বৈষম্য। ইউরোপ থেকে আসা একমাত্র (চ্যাম্পিয়নস লিগজয়ী দল) ক্লাবটি সরাসরি অংশ নিয়ে থাকে সেমিফাইনাল ধাপ থেকে!
যেটিকে বিশ্বকাপ বলাতেও আপত্তি আছে অনেকেরই। অবশেষে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ক্লাবগুলোকে নিয়ে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সাধরণত প্রতিযোগিতাটি ডিসেম্বরে হলেও ২০২৫ সালের আসরটি হবে ১ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
ফিফা কাউন্সিলের বৈঠক শেষে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘বিভিন্ন সময়ে এই টুর্নামেন্ট স্থগিত ছিল। প্রথমবার কোভিডের কারণে এবং এরপর ২০২১ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার কারণে এটা আয়োজন করা হয়নি। এখন থেকে প্রতি চার বছর পরপর ৩২ দল নিয়ে আয়োজন করা হবে ক্লাব বিশ্বকাপ।’
জাতীয় দলগুলোকে নিয়ে চলা কাতার বিশ্বকাপ এখন প্রান্তসীমায় এসে দাঁড়িয়েছে। টুর্নামেন্টে বাকি আছে স্রেফ আর দুটি ম্যাচ। আগামীকাল তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও মরক্কো। রোববার রাতে শিরোপা নির্ধারণী লড়াইয়ে ফ্রান্সকে মোকাবেলা করবে আর্জেন্টিনা।
ম্যাচ দুটিকে সামনে রেখে আবারও কাতারের আয়োজনের প্রশংসা করেছেন ইনফান্তিনো। ফিফা প্রধানের মতে ইতিহাসের সেরা বিশ্বকাপ আয়োজন করেছে কাতার। ইনফান্তিনো বলেছেন, ‘এখন পর্যন্ত সেরা বিশ্বকাপ আয়োজনের সঙ্গে জড়িত কাতারের সব স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ।’