Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
October 18, 2024
হেডলাইন
Homeআন্তর্জাতিক২১ হাজার পাতার বই! পড়া সম্ভব না তবু কিনছে মানুষ

২১ হাজার পাতার বই! পড়া সম্ভব না তবু কিনছে মানুষ

২১ হাজার পাতার বই! পড়া সম্ভব না তবু কিনছে মানুষ

২১ হাজার ৪৫০ পাতার এক বই! বিশ্বের ইতিহাসের সবথেকে উঁচু বই এটি। এই জাপানিজ মাঙ্গাটি কার্যত কারো পক্ষে পড়া অসম্ভব। এই বইয়ের উচ্চতা এত বেশি যে, এটি বইয়ের থেকে ভাস্কর্য বেশি মনে হয়।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, ‘ওয়ানপিস’ নামের বইটির দাম ১৯০০ ইউরো। যদিও এই গল্পের আসল লেখক এইচিরো ওদা, তবে ওয়ানপিস বইয়ের গায়ে নাম লেখা আছে ইলান মানুয়াচের। ওদা ১৯৯৭ সাল থেকে প্রতি সপ্তাহে এই গল্পের একটি পর্ব জাপানি ম্যাগাজিন শোনেন জাম্পে প্রকাশ করেছেন। আর সেটিই সংকলন করে একটি বইয়ে রূপ দিয়েছেন ইলান।

এই বইয়ের প্রকাশনা সংস্থা জেবিই জানিয়েছে, এই বই এত বড় যে এটি পড়ার উপযোগী নয়। তারপরেও এই বইয়ের বেশ ভাল চাহিদা লক্ষ্য করা গেছে। এর লিমিটেড এডিশনের ৫০ কপি বই প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে গেছে। গত ৭ই সেপ্টেম্বর বইটি মুক্তি দেয়া হয়েছিল।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment