৬৮ মিলিয়ন ডলারে প্রাসাদ কেন কিনলেন জেফ বেজোস
অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও বিশ্বের শীর্ষ ধনীদের একজন জেফ বেজোস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি বিলাসবহুল প্রাসাদ কিনেছেন তিনি। আর এজন্য তাকে খরচ করতে হয়েছে ৬৮ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭৪৬ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৮০০ টাকা।
মার্কিন বিজনেস চ্যানেলে ফক্স বিজনেসের মতে, ৫৩ বছর বয়সী লরেন সানচেজকে আড়াই মিলিয়ন ডলারের একটি হীরার আংটি উপহার দেওয়ার এক মাস পর প্রাসাদটি কিনলেন বেজোস। তবে প্রাসাদটি তিনি প্রেমিকার জন্য কিনেছেন কিনা তা এখনও জানা যায়নি।
ইন্ডিয়ান ক্রিক আইল্যান্ডে অবস্থিত প্রাসাদটি ১৯৬৫ সালে নির্মিত হয়। ১৯৮৫ সালে এটি সম্প্রসারিত করা হয়। নয় হাজার ২৫৯ বর্গফুটের বাড়িটি ২.৮ একর জমির ওপর নির্মিত। এতে তিনটি বেডরুম ও তিনটি বাথরুম রয়েছে।
যদিও খবরে বলা হয়েছে, অ্যামাজনের প্রতিষ্ঠাতা বিলাসবহুল বাড়িটি নতুন করে তৈরি করবেন। ব্লুমবার্গের মতে, বেজোস ওই এলাকার অন্যান্য বিষয়ের দিকেও নজর রাখছেন। সেখানে আরও সম্পত্তি কিনতে পারেন তিনি। ফক্স বিজনেসের মতে, বর্তমানে প্রায় ১৬৩ বিলিয়ন ডলার সম্পদ রয়েছে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি বেজোসের।