৯২তম অস্কারের আসরে সেরা হলেন হোয়াকিম ও রেনে
৯২তম অস্কারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেলেন হোয়াকিন ফিনিক্স। জোকার চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য পুরস্কার পেলেন তিনি। এদিকে জুডি চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন রেনে জেলওয়েগার।
আর এবারের অস্কারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিল দক্ষিণ কোরিয়ার ছবি ‘প্যারাসাইট।’ আর এই চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কারটিও জিতে নিলেন বং জোন হু।
সহ-অভিনেতার পুরস্কার জিতে নিলেন হলিউড তারকা ব্র্যাড পিট। ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এ পুরস্কার জিতে নেন তিনি।
সেরা এনিম্যাটেড ফিচার ফিল্মের পুরস্কার জিতে নিয়েছে ‘টয় স্টোরি ফোর’।
স্থানীয় সময় রোববার ৯ ফেব্রুয়ারি রাত আটটায় (বাংলাদেশ সময় ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা) লস আ্যাঞ্জলেসের ডলবি থিয়েটারে এ পুরস্কার ঘোষণা করা হয়। গেলবারের ধারাবাহিকতায় এবারের অস্কার আসরেও নেই কোনো সঞ্চালক।
এবারের আসরে সর্বোচ্চ ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে হোয়াকিন ফিনিক্স অভিনীত আলোচিত-সমালোচিত জোকার ছবিটি। দ্বিতীয় সর্বোচ্চ ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য আইরিশম্যান’, ‘নাইনটিন সেভেনটিন’ এবং ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’- এই তিনটি ছবি।