৯ শ’ তালেবান বন্দিকে মুক্তির ঘোষণা
৯ শতাধিক তালেবান বন্দিকে মুক্তির ঘোষণা দিলো আফগানিস্তান। ঈদুল ফিতর উপলক্ষে এবং অস্ত্র বিরতি চুক্তির আওতায় এ মুক্তির ঘোষণা দেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
ঘানি বলেন, দেশে শান্তি প্রক্রিয়া নিশ্চিত করতে এমন পদক্ষেপ অব্যাহত রাখবে সরকার।
প্রেসিডেন্ট বলেন, চুক্তি অনুযায়ী, প্রথম দিন তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে তালেবানরা। এদিন নিরাপত্তা বাহিনীর সাথে কোন সংঘাত হয়নি তাদের।
তালেবানের মুখপাত্র জানান, দুই পক্ষের মধ্যে আলোচনা সফল করতে দোহায় করা চুক্তির সব শর্ত পূরণ হওয়া জরুরি। ⛘