সাকীব আহমেদ, বাংলাদেশ প্রতিনিধি: পুরুষ সহকর্মীদের পাশাপাশি নারী সার্জেন্টরা রাজধানীর বিভিন্ন ট্রাফিক সিগন্যালে দায়িত্ব পালন করে যাচ্ছেন। যানজট নিরসনে তারা দিনরাত কাজ করছেন। ঢাকা মহানগরীর ব্যস্ততম এলাকা ওয়ারী, বনানী, গুলশান, মতিঝিল, কাওরান বাজার, বাংলামোটর ও বাড্ডায় তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
ট্রাফিক ওয়ারী জোনের সার্জেন্ট তানজিলা খাতুন। সাতক্ষীরার মেয়ে এবং গোপালগঞ্জের বধু তানজিলার স্বপ্নই ছিলো মানব সেবা। সেই স্বপ্ন থেকেই বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি। সাতক্ষীরা সরকারি কলেজ ও ইডেন মহিলা কলেজ থেকে লেখাপড়া করেছেন। ভাইবোনের মধ্যে তানজিলা ছোট।
তানজিলার ছোটবেলা থেকেই পুলিশের ইউনিফর্মের প্রতি আকর্ষণ ছিল। এ ইউনিফর্ম পরে সব শ্রেণির মানুষকে সেবা দেওয়া সম্ভব। তানজিলার বড় তিন বোনের স্বামীরাও পুলিশ বিভাগে কর্মরত। তাদের কাছ থেকেও এই পেশায় আসতে উৎসাহিত হয়েছেন। ঢাকা মহানগরী মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দায়িত্ব পালন করা নারী সার্জেন্ট হিসেবে তানজিলাই প্রথম যোগ দেন। এ নিয়ে গর্বিত তিনি।
পুলিশ বহিনীতে নারী সার্জেন্ট পদ সৃষ্টি করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তানজিলা।
তানজিলা করোনাকালীন লকডাউনের সময় করোনা আক্রান্ত সহকর্মীদের বিভিন্নভাবে সহযোগীতা করছেন। অসহায় মানুষদের নিজের সাধ্য মতো সাহা্য্য করেছেন।
তিনি জানান, প্রথমে নারী সার্জেন্ট হওয়ায় কিছুটা সমস্যার সম্মুখীন হলেও বর্তমানে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিভিন্ন পদক্ষেপে এখন কোনো সমস্যা নেই। সিনিয়র অফিসার এবং সহকর্মীরা সর্বদা তাদের সহযোগীতা করে থাকেন।❐