বিচারিক কমিটি ট্রাম্পের ইমপিচমেন্টে পিছিয়ে দিল
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের ভোট পিছিয়ে শুক্রবার ধার্য করেছেন বিচারিক কমিটির ডেমোক্রেটিক প্রধান জেরি ন্যাডলার। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে এই ভোট হওয়ার কথা ছিল। তবে জেরি জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টায় এই ভোট শুরু হবে।
১৮ ডিসেম্বর সংখ্যাগরিষ্ঠের ভোটে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইমপিচমেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত ইমপিচমেন্টের জন্য দেশটির উচ্চকক্ষ সিনেটে বিচার হতে হবে। সেখানে দুই-তৃতীয়াংশ ভোটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ট্রাম্পকে। তবে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ট্রাম্পের দোষী প্রমাণিত হওয়ার আশঙ্কা কম।
প্রতিনিধি পরিষদের বিচারিক কমিটির প্রধানের এমন বক্তব্যে রিপাবালিকানরাও ধাক্কা খায়। ১৪ ঘণ্টা দীর্ঘ শুনানি শেষে জেরি বলেন, গভীর রাত পর্যন্ত ভোট করতে চান না তিনি। ডেমোক্রেট ম্যারি গে বলেন, মার্কিন জনগণের এই ভোট দেখার অধিকার রয়েছে।
এই সময়সূচি পরিবর্তনে অভিশংসনের ফলে পরিবর্তন আসার কোনও সম্ভাবনা নেই। তবে যে রিপাবলিকানরা ভোট দিয়ে ছুটিতে যাওয়ার পরিকল্পনা করছিলেন, তাদের একটু সমস্যা হবে। কমিটির শীর্ষ রিপাবলিকান ডাগ কলিন্স বলেন,ম তিনি এই ঘোষণায় স্তম্ভিত ও ক্ষুব্ধ। তার ডেমোক্রেট সহযোগীরা এই সিদ্ধান্ত নেওয়া আগে আলোচনা করেনি।
বুধবার সন্ধ্যায় এই শুনানি শুরু হয়। ডেমোক্রেটরা চেয়েছিলো সন্ধ্যার মধ্যে শুনানি শেষ করতে। তবে রিপাবলিকানদের নানা প্রশ্নে সেটা দেরী হয়ে যায়।