লেবাননে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
মো. জুয়েল রানা, লেবানন থেকে: ৮ ফেব্রুয়ারি লেবাননে শনিবার রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় জহিরুল ইসলাম ও মোমেনা বেগম নামে দুজন বাংলাদেশি শ্রমিকের মারা গেছেন।
মৃত জহিরুল ইসলামের বাড়ি নারায়নগঞ্জ জেলা, সোনারগাঁও উপজেলা, কোরবানপুর গ্রামের মোহাম্মদ সাহাব উদ্দিনের ছেলে। ১ ফেব্রুয়ারি কর্মরত থাকাকালে হঠাৎ মেঝেতে পড়ে গেলে সহকর্মীরা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ডাক্তার জানান জহিরুল ইসলামের মগজে রক্তক্ষরণ হয়েছে। আইসিইউতে তার চিকিৎসা চলছিল। ৭ দিন পর জহিরুল ইসলাম মারা যান।
অপরজন মৃত মোমেনা বেগম বাংলাদেশের ফরিদপুর জেলার চরভাদ্রসন উপজেলার বোদ্দাঙ্গি গ্রামের ওবায়দুর রহমানের স্ত্রী। শনিবার সন্ধ্যায় মোমেনা বেগমের প্রবল শ্বাসকষ্ট শুরু হলে স্থানীয় কয়েকজন বাংলাদেশি তাঁকে কেরান্তিনা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। কয়েক ঘন্টা পরেই রাত ৯ টার দিকে তিনি মারা যান।চিকিৎসক জানিয়েছে শ্বাসজনিত সমস্যায় তাঁর মৃত্যু হয়েছে।
তাদের মরদেহ হিমঘরে রাখা হয়েছে। এদিকে তাদের মৃত্যুর খবর বৈরুত দূতাবাসকে জানালে দূতাবাসের শ্রম সচিব জানিয়েছেন প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ অল্প সময়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।