পাঁচ বছরের জেল হলো কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের নেতা হাফিজ সাইদের
পাঁচ বছরের জেল হলো ভারতের মুম্বাই হামলায় অভিযুক্ত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের নেতা হাফিজ সাইদের।
বুধবার সন্ত্রাসে আর্থিক মদতের জন্য এই রায় দিয়েছে পাকিস্তানের একটি আদালত।
সন্ত্রাসমূলক কাজে অর্থের জোগান দেওয়ার অভিযোগে একাধিক মামলা চলছিল তার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।
ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা সকলেই অলাভজনক সংস্থা খুলে সেই সংস্থার নাম করে টাকা তুলত। আর সেই টাকা ব্যবহার করা হতো নানাবিধ সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপে। পাকিস্তানের বিশেষ প্রসিদ্ধ আল-আনফাল ট্রাস্ট, দাওয়াত উল ইরসাদ সহ নানান নামের সংস্থা খুলে টাকা তোলা হচ্ছিল।
জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদের নামটি মুছে দেওয়া আবেদন জানানো হয়েছিল পাক সরকারের তরফে। কিন্তু, সেই আবেদন খারিজ হয়ে যায় জাতিসংঘে। মুম্বাই হামলার মাস্টারমাইন্ড ছিল লস্করের এই শীর্ষ নেতা। মুম্বাই হামলার পরেই তাকে কালো তালিকাভুক্ত করে জাতিসংঘ।