যুক্তরাজ্যে দ্রুত ছড়াচ্ছে করোনা সংক্রমণ
করোনা সংক্রমণ যুক্তরাজ্যে দ্রুত ছড়াচ্ছে। সংক্রমণ হার বেড়ে যাওয়ায় রাজধানী লন্ডনসহ কয়েকটি রাজ্য লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার।
প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ আরোপ করেছেন তিনি। লন্ডনসহ, দক্ষিণ-পূর্ব ও পূর্ব ইংল্যান্ডে এই বিধিনিষেধ চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
বরিস জনসন বলেন, ‘করোনাভাইরাসের নতুন একটি রূপান্তরিত রূপ দ্রুত ছড়িয়ে পড়ছে, যা এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এখন যেহেতু ভাইরাসের আক্রমণের ধরণ পাল্টেছে, তাই প্রতিরোধের ধরণও পাল্টাতে হবে আমাদের।’
লকডাউনের আওতায় থাকা এলাকাবাসীদের নিজের বাড়িতে অবস্থান করার কথা বলেন তিনি।
জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। মানুষকে বাসায় বসে কাজ করার আহ্বান জানান বরিস জনসন।
এছাড়া বড়দিনে বাইরে কোনও উৎসব করা যাবে না এবং পারিবারিকভাবে দিনটি উদযাপন করার কথাও জানান তিনি।
অন্যদিকে ইংল্যান্ডের এই পরিস্থিতির প্রেক্ষাপটে নেদারল্যান্ডস দেশটির সঙ্গে আগামী ১ জানুয়ারি পর্যন্ত সব ধরণের যাত্রীবাহী উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।❐