রাশিয়ায় করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়াল
করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে রাশিয়ায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। শনাক্ত ছাড়িয়েছে ২৮ লাখ।
শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ডট ইনফো থেকে জানা যায়, বাংলাদেশ সময় রবিবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত রাশিয়ায় ৫০ হাজার ৮৫৮ জন মানুষ মারা গেছেন।
মোট শনাক্ত হয়েছেন ২৮ লাখ ৪৮ হাজার ৩৭৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২২ লাখ ৭৫ হাজারের বেশি।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৫৮৫ জন। একই সময়ে শনাক্ত হয়েছেন ২৮ হাজার ২০৯ জন।
দেশটিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন রাজধানী মস্কোতে, ১০ হাজারের বেশী।
এদিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু করেছে রাশিয়া। নিজেদের বানানো স্পুটনিক ভি টিকার মাধ্যমে মস্কোতে এ কর্মসূচি শুরু করে দেশটি।
শুরুতে টিকা নিচ্ছেন চিকিৎসক, চিকিৎসা কর্মী, শিক্ষক এবং সমাজসেবা কর্মী। কারণ ভাইরাসটির সংস্পর্শে আসার বেশী ঝুঁকি নিয়েছিলেন তারা।
বিশ্বের প্রথম দেশ হিসেবে এবং কোনও তথ্য প্রকাশ না করেই আগস্ট মাসে স্থানীয়ভাবে ব্যবহারের জন্য স্পুটনিক ভি নামের টিকার অনুমোদন দেয় রাশিয়া। এখন সেটির ব্যবহারও শুরু হয়েছে।❐