Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 26, 2024
হেডলাইন
Homeআন্তর্জাতিকনাভালনির সাড়ে তিন বছরের কারাদণ্ডের সুপারিশ রাশিয়ার

নাভালনির সাড়ে তিন বছরের কারাদণ্ডের সুপারিশ রাশিয়ার

নাভালনির সাড়ে তিন বছরের কারাদণ্ডের সুপারিশ রাশিয়ার

বিরোধি নেতা অ্যালেক্স নাভালনির সাড়ে তিন বছরের কারাদণ্ডের সুপারিশ করেছে রাশিয়ার ফেডারেল পেনিটেনশিয়ারি সার্ভিস। ধারণা করা হচ্ছে, ২০১৪ সালে অর্থ আত্মসাতের মামলার জামিনের শর্ত ভাঙার দায়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করতে যাচ্ছে রাশিয়ার আদালত। এ নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে রাজধানী মস্কোতে।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকেই শুনানি শুরু হয় মস্কোর আদালতে। সরকারপক্ষের দাবি, অর্থ আত্মসাতের মামলা চলাকালীন দেশত্যাগ করে জামিন শর্ত ভঙ্গ করেছেন তিনি। এদিকে নাভালনির আইনজীবীর দাবি, চিকিৎসার জন্যে জার্মানিতে গিয়ে কোন বেআইনি কাজ করেন নি তিনি। ওয়াশিংটন পোস্ট, রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

এসময় আদালত প্রাঙ্গনের বিক্ষোভ থেকে ২০০ জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশের সঙ্গে মোতায়েন হয় অশ্বারোহী বাহিনী। বিক্ষোভকারীদের দাবি, সরকারের সমালোচক নাভালনির মুখ বন্ধ করতেই তাঁকে মিথ্যা মামলায় শাস্তি দিচ্ছে সরকার।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নাভালনির বিরুদ্ধে দেশটির পুলিশের নজরদারি সংস্থা ওভিডি ইনফো ও মস্কোর পাবলিক মনিটরিং গ্রুপ অর্থ আত্মসাতের অভিযোগ করে আসছে। কারাদণ্ডের মাধ্যমে এই বিরোধী নেতার মুখ চিরতরে বন্ধ করে দিতে যায় রুশ সরকার – এমন অভিযোগ আন্তর্জাতিক মহলের।

একাধিক মামলার আসামী এই বিরোধী নেতা ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ তোলেন। সেসময় বিষক্রিয়ায় দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। এরপর জামিনে মুক্তি নিয়ে দেশত্যাগ করেন রাশিয়া অব দ্য ফিউচার পার্টির এই নেতা। গত ১৫ জানুয়ারি অ্যালেক্সি নাভ্যালনি দেশে ফেরার পরই জামিনের শর্ত ভাঙার অভিযোগে তাকে গ্রেপ্তার করে ক্রেমলিন। ২৩ জানুয়ারি থেকে তার মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা।❐

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment