আসামীর গুলিতে এফবিআই গোয়েন্দার মৃত্যু
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে আসামিকে ধরতে গিয়ে গোলাগুলিতে নিহত হয়েছেন কেন্দ্রীয় গোয়ন্দা সংস্থা, এফবিআইয়ের দুই কর্মকর্তা।
স্থানীয় সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের খবরে জানা যায়, মঙ্গলবার মঙ্গলবার ৬টায় এ ঘটনা ঘটে।
এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার ওয়ার জানান, দুই এফবিআই সদস্য হলেন ড্যানিয়েল আলফিন এবং লরা শোয়ার্টজেনবার্গার।
ফ্লোরিডার ফোর্ট লডার্ডেল এলাকায় শিশু নির্যাতনের মামলার এক আসামীকে ধরতে অভিযান চালাচ্ছিল এফবিআই। এসময় গোয়েন্দা কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে ওই ব্যক্তি।
এক পর্যায়ে পাল্টা গুলি ছোঁড়ে এফবিআই। গোলাগুলির ঘটনায় দুজন এফবিআই সদস্য নিহত হয়। আহত হয় আরও তিনজন।
এফবিআইয়ের বিবৃতিতে বলা হয়, মঙ্গলবারের অভিযানে থাকা পাঁচ কর্মকর্তার ওপর হামলা চালানো হয়। শিশু নির্যাতন মামলার অভিযুক্তের গ্রেপ্তার অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে।
এসময় সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তিও গোলাগুলিতে নিহত হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা ওটিশিয়া ব্রাউনিং-স্মিথ।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে অভিযানের সময় ঘটনাস্থলে প্রচুর গোলাগুলি হয় বলে জানা গেছে।❐