নিউ ইয়র্ক সাবওয়েতে সশস্ত্র হামলা প্রতিরোধে এমটিএ’র আহ্বান
জাহান আরা দোলন: এনওয়াইপিডি জানিয়েছে, এই বছর সাবওয়ে এবং বাসে সশস্ত্র হামলা ১৩ ভাগ বৃদ্ধি পেয়েছে।
সিবিএস২-এর অ্যালিস গেইনারের প্রতিবেদন অনুযায়ী, মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং বাড়তি পুলিশ টহলের জন্য পরিবহন প্রতিনিধিরা শহর কর্তৃপক্ষর কাছে আবারও অনুরোধ জানিয়েছেন।
এ বছরে পঞ্চম ব্যক্তিকে পাতালরেল ট্র্যাকে ঠেলে দেওয়ার পর ঘটনাটি জনসম্মুখে এসেছে।
অস্থায়ী নিউ ইয়র্ক পরিবহন সভাপতি সারা ফেইনবার্গ বলেছেন, ‘আমরা বারবার সাহায্যের অনুরোধ করে আসছি এবং আমাদের নিয়মিতভাবে সাহায্যের প্রয়োজন’।
নিউ ইয়র্ক সিটি পরিবহন কমিটির তদারকি শুনানির আগে ফেইনবার্গ জানিয়েছেন, সাবওয়েতে ঘটে যাওয়া একের পর এক দুর্ঘটনার সর্বশেষ ঘটনাটি মঙ্গলবার সকালে ব্রঙ্কসে ঘটেছে।
ফেইনবার্গ বলেন, অধিকাংশ সহিংসতার মূল কারণ মানসিক অসুস্থতা। তিনি শহর কর্তৃপক্ষের কাছে সাবওয়ে থেকে সাহায্যের জন্য ৩১১ নাম্বারে কল করার অনুমতি চেয়েছেন, যেন কোনো ঘটনা হিংসাত্মক পরিণতি ধারণ করার আগেই প্রাথমিক সাহায্য নিয়ে সোশ্যাল ওয়ার্কার এগিয়ে আসতে পারে।
ফেইনবার্গ বলেন, এই মুহুর্তে যাই ঘটুক না কেন, ৩১১ র অপারেটরদের একটাই উত্তর, ‘আমি কোনো প্রকার সহযোগিতা করতে পারছি না, আপনি পুলিশকে ফোন করুন।’
এর আগে এনওয়াইপিডির পরিবর্তে মানসিক স্বাস্থ্যকর্মীদের কাছে ফোন কল পাঠানোর জন্য দুটি থানায় শহর কর্তৃপক্ষ অনুমোদিত অগ্রণী পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল, পরে সেটি তীব্র সমালোচনার স্বীকার হয়।❐