জুনে বাপা ও সিডব্লিউএ’র উদ্যোগে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট
বাপা ও সিডব্লিউএ লোকাল ১১৮২-এর যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল ২২ ফেব্রুয়ারি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ দুই সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় আগামী জুনে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্ট্মেন্টে কর্মরত বাঙালিদের নিয়ে প্রথমবারের মতো টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে।
যৌথ বৈঠকে উপস্থিত ছিলেন সিডব্লিউএ লোকাল ১১৮২-এর পক্ষে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডন্ট সোকুনবি ওলুফেমি, ভাইস প্রেসিডন্ট অ্যালবার্ট স্লোহ্, সেক্রেটারি ডেরন ডিফ্রেইটাস, চিফ ডেলিগেট সায়ীদ ইসলাম, ম্যানহাটন ডেলিগেট অ্যাঞ্জেল ডিয়াজ এবং সায়ীদ উৎবা।
এছাড়াও ব্রুকলিন ডেলিগেট নেরিসা ক্লেয়ারমন্ট, ব্রঙ্কস ডেলিগেট মো. কামরুজ্জামান এবং কুইন্স ডেলিগেট মোহাম্মদ উদ্দিন।
বাপার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিক, জেনারেল সেক্রেটারি লেফটেন্যান্ট প্রিন্স আলম, ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন আহমেদসহ বাপার বোর্ড মেম্বার পুলিশ অফিসার রাসেক মালিক, অফিসার জুয়েল, বাপা ট্রাস্টি অফিসার মাকিজ, অফিসার মিয়া, ট্র্যাফিক এজেন্ট পাপিয়া।
বৈঠকে জুনে অনুষ্ঠিতব্য টি-২০ টুর্নামেন্ট সফল আয়োজনের লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সংগঠন দুটির সদস্যদের সহযোগিতা করার লক্ষ্যে ভবিষ্যত কর্মপন্থা নিয়েও আলোচনা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য টি-২০ ক্রিকেট আসরটি হবে ২০২১ সালের বাপা ও সিডব্লিউএ লোকাল ১১৮২-এর যৌথ উদ্যোগে করা অন্যতম বৃহৎ আয়োজন। সকলে পরিবার ও বন্ধুদের নিয়ে আসরের খেলাগুলো উপভোগ করতে পারবেন।
টি-২০ ক্রিকেট টুর্নামেন্টটির প্রিন্ট মিডিয়া পার্টনার হবে দৈনিক প্রথম আলো এবং ইলেকট্রনিক মিডিয়া পার্টনার হবে টিবিএন২৪।❐