কনসার্ট আয়োজন করে করোনার টিকা প্রদান!
ইসরায়েলি শহর তেল আবিবের একটি ফুটবল স্টেডিয়ামে কনসার্ট আয়োজন করে কয়েকশ’ মানুষকে টিকা দেওয়া হয়েছে।
পৌরসভা আয়োজিত চারটি কনসার্টের প্রথমটি শুক্রবার তেল আবিবে অনুষ্ঠিত হয়।
এদিকে ইসরাইল করোনাভাইরাস নিষেধাজ্ঞা অনেক শিথিল করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
কনসার্টে ইসরাইলি পপ তারকা ইভরি লাইডারের অনুষ্ঠানে অংশ নিতে ৩০ হাজার মানুষ ধারণ ক্ষমতাসম্পন্ন ব্লুমফিল্ড স্টেডিয়ামের মাঝখানে মাস্ক পরিহিত ৫০০ ভক্তকে বসে থাকতে দেখা যায়।
তৃতীয় দফার লকডাউনের পর গত ফেব্রুয়ারি থেকে ইসরাইল করোনাভাইরাস বিধিনিষেধ শিথিল করা শুরু করে।
তখন থেকেই পর্যায়ক্রমে তারা বিভিন্ন শপিং মল, জিম, সুইমিং পুল, হোটেল ও কিছু সাংস্কৃতিক কেন্দ্র ফের খুলে দেওয়া হয়।❐