ম্যানহাটনের নিজ অ্যাপার্টমেন্টে মৃত ব্যক্তি, নারী গ্রেপ্তার
জাহান আরা দোলন: বুধবার ভোরে ম্যানহাটনের একটি অ্যাপার্টমেন্টে একজন ৭১ বছর বয়সী ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ওই ব্যক্তির ছেলের বান্ধবীকে ফায়ার এস্কেপ থেকে পলায়নের সময় আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ইনউডের ওয়েস্ট ২০৭ স্ট্রিটের নিকটস্থ সিম্যান অ্যাভিনিউর অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে রাত আড়াইটা থেকে একাধিকবার ৯১১ কল পেতে থাকে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে এক নারীকে দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্টের ফায়ার এস্কেপ থেকে নামতে দেখে যেখানে ভিক্টিম এবং তার পুরুষ বন্ধু বসবাস করত।
নিহত বৃদ্ধের শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ জানিয়েছে। সিটি মেডিকেল পরীক্ষক মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হলেও মামলাটি হোমিসাইড হিসাবে তদন্তাধীন রয়েছে।
আটককৃত নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং গোয়েন্দা কর্তৃক জিজ্ঞাসাবাদ চলছে। নারীর বিরুদ্ধে ২০১৬ সালে অ্যাপার্টমেন্টের ফ্লোর ম্যাটে আগুন লাগানোর অভিযোগে গ্রেপ্তারের ঘটনা জানা গেছে বলে সূত্র জানিয়েছে।
প্রতিবেশীরা জানিয়েছে নিহত ব্যক্তি তার দত্তক ছেলের সঙ্গে বসবাস করতেন। প্রতিবেশীরা জানায়, দত্তক পুত্রের বান্ধবী হয়ত সেখানে একসঙ্গে বসবাস করত অথবা নিয়মিতভাবে সেখানে বেড়াতে আসত।
এক প্রতিবেশী জানান, বয়স্ক ব্যক্তিটি রাতের খাবারের সময় তার দরজার কড়া নাড়েন এবং পুলিশকে ফোন করার জন্য তার ফোন ব্যবহারের অনুমতি চান।
প্রতিবেশীটি বলেন, লোকটি ফোনে পুলিশকে কি বলেছিল সে শুনতে পায় নি, তবে কিছুক্ষণ পরেই পুলিশ এসে পৌঁছলে লোকটি তার অ্যাপার্টমেন্টে ফিরে যায়।
অন্য এক প্রতিবেশী, ডনিং গ্রিনস্ট্রিট (৪৪) জানান, তিনি রবিবার ও সোমবার ঐ অ্যাপার্টমেন্টে পুলিশি তৎপরতা দেখেছেন।❐