Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 22, 2024
হেডলাইন
Homeপ্রধান সংবাদজাতীয় স্মৃতিসৌধে নরেন্দ্র মোদির শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে নরেন্দ্র মোদির শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে নরেন্দ্র মোদির শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান তিনি।

শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ভারতের প্রধানমন্ত্রী।

এরপর জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সৌধ প্রাঙ্গণে একটি অর্জুন গাছের চারা রোপণ করেন।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে ঢাকা পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভ্যর্থনা জানান। পর মোদিকে লালগালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হয়।

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে মোদির।

বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড স্কয়ারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে ‘সম্মানিত অতিথি’ হিসেবে যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী পরিদর্শন করবেন। দুটি অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন নরেন্দ্র মোদি। এরপর সেখানকার মতুয়া সম্প্রদায়ের একটি মন্দির পরিদর্শন করবেন।

সেখান থেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করবেন ভারতের প্রধানমন্ত্রী। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সেখানে শক্তির দেবী সতীর দেহাবশেষ পড়েছিল বলে মনে করা হয়।

এদিন বিকেলে গণভবনে শেখ হাসিনা-মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে দুই দেশের সম্পর্ক উন্নয়নসহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকের পর ঢাকা-দিল্লির মধ্যে একটি যৌথ ঘোষণা বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হতে পারে।

মোদির সফরে কমপক্ষে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

গত বছরের মার্চেই মোদির বাংলাদেশ সফরের কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে তা পিছিয়ে যায়। এর আগে ২০১৫ সালের ৬ জুন দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি।❐

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment