Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
March 14, 2025
হেডলাইন
Homeআন্তর্জাতিককরোনার ভারতীয় স্ট্রেইন দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে: হ্যানকক

করোনার ভারতীয় স্ট্রেইন দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে: হ্যানকক

করোনার ভারতীয় স্ট্রেইন দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে: হ্যানকক

স্থানীয় পর্যায়ে লকডাউন শিথিল হলে করোনার ভারতীয় স্ট্রেইন ‘দাবানলের মতো’ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

নতুন ধরনের বিরুদ্ধেও ভ্যাকসিন কার্যকর জানিয়ে তিনি বলছেন, ‘এ ব্যাপারে আমাদের উচ্চ আত্মবিশ্বাস আছে।’

স্কাই নিউজকে রবিবার তিনি বলেন, ‘লকডাউনের বিষয়ে আমরা ১৪ জুন চূড়ান্ত সিদ্ধান্ত নেব। সব সময় বলছি সতর্ক থাকতে হবে।’

হ্যানকক এমন সময় এই কথা বলেছেন, যখন ব্রিটেন স্বাভাবিক জীবনে ফেরার পরিকল্পনা করছে। বেশ কিছু বিধিনিষেধ ইতিমধ্যে তুলে দেয়া হয়েছে।

ভারতীয় ধরণকে বিজ্ঞানীরা আরও বেশি ক্ষতিকর এবং সংক্রামক বলছেন। ডাবল মিউটেশনের ফলে করোনা মানুষকে বেশি হারে যেমন আক্রান্ত করছে, তেমনি অসুস্থও করছে বেশি।

হ্যানকক বলছেন, ‘ভ্যাকসিন না নেয়া মানুষের মধ্যে ভারতীয় স্ট্রেইন সত্যি দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। তাই যত দ্রুত সম্ভব বেশি বেশি মানুষকে ভ্যাকসিন দিতে হবে।’

বিবিসির খবরে বলা হয়েছে, ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় প্রয়োজন পড়লে ‘অর্থনৈতিক ও সামাজিক’ বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলে ব্রিটিশ সরকার জানিয়েছে।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও প্রয়োজনে পুনরায় আঞ্চলিক বিধিনিষেধ আরোপের সম্ভাবনা উড়িয়ে না দিয়ে বলেছিলেন, ‘এই ভ্যারিয়্যান্ট নিয়ে আমরা উদ্বেগের মধ্য রয়েছি।’❐

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment