কর্মী সংকট মোকাবেলায় সাড়ে ১০ হাজার অস্থায়ী ভিসা দেবে যুক্তরাজ্য
চলমান কর্মী সংকট মোকাবেলা করতে ভিন্ন পথ বেছে নিয়েছে যুক্তরাজ্য। আপাতত লরিচালক ও পোলট্রি শিল্পের কর্মীদের জন্য সাড়ে ১০ হাজার অস্থায়ী ভিসার ব্যবস্থা করা হচ্ছে। চলতি সপ্তাহেই দেশটির সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। সমালোচকরা বলছেন, ব্রেক্সিট-পরবর্তী ভিসা ব্যবস্থার ক্ষেত্রে পুরো উল্টো পথে হেঁটে এ ঘোষণা দেয়া হলো। খবর দ্য গার্ডিয়ান।
স্বল্পমেয়াদি এ ভিসা আগামী মাস থেকে দেয়া হবে, যার মেয়াদ থাকবে ডিসেম্বর পর্যন্ত। মূলত বিভিন্ন শিল্প-কারখানার পণ্য পরিবহনের জন্য লরিচালকের সংকট ও কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজের জন্য কর্মী পাওয়া না যাওয়ার কারণেই এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ব্রিটিশ সরকার।
গণমাধ্যমগুলো বলছে, তেলবাহী ট্যাংকারগুলো চালানোর জন্য চালক পাওয়া যাচ্ছে না। এ কারণে পেট্রল পাম্পগুলোতে প্রয়োজনীয় তেল সরবরাহ করা যাচ্ছে না বলে খবর পাওয়া যায়। এটি ছড়িয়ে পড়লে দ্রুত গাড়িতে তেল ভরে নিতে পাম্পগুলোর সামনে ভিড় করতে শুরু করে সাধারণ মানুষ, যা রীতিমতো বিশৃঙ্খলার পর্যায়ে চলে যায়।
ব্রেক্সিট চুক্তির পর প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার অভিবাসন আইনকে সাধারণ মানুষের জন্য দারুণ কঠিন করে দিয়েছিল। তাদের লক্ষ্য ছিল, যুক্তরাজ্য থেকে বিদেশী শ্রমিকের নির্ভরতা কমানো। কিন্তু মহামারী আর ব্রেক্সিট-পরবর্তী জটিলতায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে, কেবল এক লাখ লরিচালকেরই সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়ছে প্রায় প্রতিটি শিল্প খাতে। সে কারণেই দ্রুত সমাধান হিসেবে অস্থায়ী ভিসা দেয়াকেই সঠিক বলে মনে করছে সরকার।