নিউ ইয়র্কে শেরপুর জেলা সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মোস্তফা সাদী
প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনকের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন মোস্তফা সাদী।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনকের বিদায়ী সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তার ব্যাক্তিগত প্রয়োজনে বাফেলো সিটিতে স্থায়ী বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন। সেকারণে তিনি স্বেচ্ছায় সমিতির সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠনতন্ত্রের ৬ ধারা অনুযায়ী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা সাদীর কাছে সাধারণ সম্পাদকের দায়িত্ব হস্তান্তর করেন। গেল ১৮ সেপ্টেম্বর শনিবার নিউ ইয়র্কের ইত্যাদি গার্ডেনের হলরুমে সমিতির সকল উপদেষ্টাদের উপস্থিতিতে কার্যকরি কমিটির এক সভা আয়োজিত হয়। এতে সভাপতিত্ব মামুন রাশেদ।
সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের কর্মদক্ষতায় সন্তুষ্টি প্রকাশ করে সমিতির পক্ষ থেকে বিশেষ সম্মাননা হিসাবে তাকে ক্রেস্ট প্রদান করা হয়। দায়িত্বপ্রাপ্ত নতুন সাধারণ সম্পাদক মোস্তফা সাদীকে স্বাগতম জানিয়ে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা ও সাংবাদিক মো. আবুল কাশেম, উপদেষ্টা নাহিদ রায়হান লিখন, উপদেষ্টা জান্নাত রহমান তারামনি, উপদেষ্টা মাসুদ পারভেজ মুক্তা, এবং উপদেষ্টা মো. আক্তারুজ্জামান।
এছাড়াও কার্যকরি কমিটির সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন মো. সিরাজুল ইসলাম,কচি জামান চৌধুরী,মো. আল আমীন, রাকিবুল ইসলাম রাসেল,মো. ছায়েদুল হক ঝন্টু, রেখা বেগম,শহিদুল আলম শাহিন, খন্দকার নাহীদ হাসান ও ইয়াছিন আহমেদ ফাহিম প্রমুখ।