মেরিল্যান্ডে হুমায়ুন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সন্ধ্যা
গত ১৮ ডিসেম্বর মেরিল্যান্ডের রকভিল হোটেলে বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশনের(বিএএফ) উদ্যোগে ‘হুমায়ুন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২১’ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের চেয়ারপার্সন বিশিষ্ট কমিউনিটি ও রাজনৈতিক ব্যক্তিত্ব কবিরুল ইসলামের সার্বিক তত্বাবধানে, সংগঠনের সভাপতি আফতাব আহমেদের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক হাসান চৌধুরীর পরিচালনায় স্থানীয় শিল্পীদের পরিবেশনা দিয়ে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুমায়ুন আহমেদ পত্নী মেহের আফরোজ শাওন, বিশেষ অতিথি ছিলেন অন্যপ্রকাশ প্রকাশনীর স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম, এটিএন বাংলার প্রধান বার্তা পরিচালক জ ই মামুন, ডিসি একুশে এলায়েন্সের কোঅর্ডিনেটর এবং বিশিষ্ট লেখক সামছুদ্দীন মাহমুদ।
অন্যান্যের মধ্যে ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ কাজল, মোহাম্মদ ফারুক, বাবুল চৌধরী, লস্কর আহমেদ, সাইফুল বাবর, মতিন পারভেজ, মেনন হক, খালেদ ফিরোজ, সারোয়ার মিয়া, ইসমাঈল হোসেন, মোহাম্মদ শাহজাহান, হুমায়ুন কবির বাবু, নুরুল ইসলাম মোল্লা, আলতাফ হোসেন, তানভীর হাসান, রাউডি রায়হান, সিরাজুল ইসলাম, মোহাম্মদ শফিউল্লাহ, আনোয়ার জিন্নাহ, মামুন মুতালিব, জুয়েল মজুমদার প্রমুখ।
প্রায় শতাধিক লোকের উপস্থিতিতে বক্তারা হুমায়ুন আহমেদের জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে আলোচনা করেন। অনেকে তার ব্যক্তিগত স্মৃতিচারণও করেন। অনুষ্ঠান শেষে মেহের আফরোজ শাওন খালি গলায় হুমায়ুন আহমেদের কয়েকটি বিখ্যাত গান গেয়ে শোনান।