যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স দিল আরো ৫১ লাখ টিকা
কভিড মোকাবেলায় যুক্তরাষ্ট্র, কানাডা ও ফ্রান্স বাংলাদেশকে আরো ৫১ লাখ ৭৭ হাজার ৬০০ ডোজ টিকা দিয়েছে। ঢাকায় যুক্তরাষ্ট্র ও ফ্রান্স দূতাবাস এবং কানাডীয় হাইকমিশন গতকাল রবিবার আলাদাভাবে বাংলাদেশে টিকা অনুদান পাঠানোর ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র নতুন করে ১৭ লাখ ৮০ হাজার ফাইজার টিকা দিয়েছে। এছাড়া কানাডা ২২ লাখ ডোজ এবং ফ্রান্স ১১ লাখ ৯৭ হাজার ৬০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা দিয়েছে।
যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের নতুন করে টিকা সহায়তার ফলে বাংলাদেশে দেশটির টিকা অনুদান এক কোটি ৮৫ লাখ ডোজে উন্নীত হলো। এছাড়া বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের দেওয়া কভিড সহায়তা ১২ কোটি ১০ লাখ মার্কিন ডলার (প্রায় এক হাজার ৪০ কোটি টাকা) ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরেক দফা ফাইজারের টিকা অনুদান দিতে পেরে গর্বিত।
এদিকে ঢাকায় ফ্রান্স দূতাবাস জানায়, বন্ধুত্বের নিদর্শন হিসেবে ফ্রান্স গতকাল রবিবার বাংলাদেশে আরো ১১ লাখ ৯৭ হাজার ৬০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পাঠিয়েছে। এর আগে গত ২৯ নভেম্বর ফ্রান্স বাংলাদেশে ২০ লাখ ছয় হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা পাঠিয়ছিল।
অন্যদিকে কানাডার পাঠানো ২২ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা গতকাল ঢাকায় পৌঁছেছে। কানাডার হাইকমিশনার বেনোয়া প্রিফনটেইন বলেন, এই টিকা সহায়তার ফলে কানাডা-বাংলাদেশ সম্পর্ক আরো জোরালো হবে।