ছেঁড়া পোশাকে বিজেপি প্রার্থী, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
কলকাতায় চলছে পৌর নির্বাচনের ভোটগ্রহণ। আর এই ভোট চলাকালে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন বিজেপি প্রার্থীরা। বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের অভিযোগ, তৃণমূল বহিরাগতদের নিয়ে এসে বুথ দখলের চেষ্টা করছে। বুথে ঢুকতে গেলে তাঁকে বাধা দেওয়া হয় এবং একপর্যায়ে হেনস্থা করা হয়। অন্যদিকে তৃণমূল প্রার্থীর দাবি, বিজেপি ভোটকেন্দ্রে গিয়ে অশান্তি তৈরির চেষ্টা করছে।
কলকাতার জোড়াবাগান এলাকায় কলকাতা পৌরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে হেনস্থার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ছিঁড়ে দেওয়া হয়েছে তাঁর শাড়ি ও ব্লাউজ। পাশাপাশি নির্দল প্রার্থীদের মুখে মারারও অভিযোগ উঠেছে।
মীনাদেবী পুরোহিতের অভিযোগ, তৃণমূল বহিরাগতদের নিয়ে এসে বুথ দখলের চেষ্টা করছে। বুথে ঢুকতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়, হেনস্থা করা হয়। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পাল্টা তৃণমূল প্রার্থী শ্যামপ্রকাশ পুরোহিতের অভিযোগ, ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থীই সেখানে গিয়ে অশান্তির সৃষ্টি করছেন। এরপর পোস্তার একটি বুথে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ করেন তৃণমূল ও নির্দল প্রার্থীর এজেন্টরা।
এদিকে এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রিপোর্ট করেছে রাজ্য নির্বাচন কমিশন। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
অন্যদিকে ভুয়া ভোটারের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতা পৌরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের জৈন বিদ্যালয়। সকালে সেখানে পৌঁছান কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। তাঁর অভিযোগ, ওই স্কুলে দুজন ভুয়া ভোটারকে তিনি হাতেনাতে ধরেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে পড়ে। এক যুবককে পুলিশ লাঠি দিয়ে মারে বলেও অভিযোগ উঠেছে। যদিও তৃণমূল ও বিজেপি দুই তরফের অভিযোগ, ভোটারদের হেনস্থা করতেই সন্তোষ পাঠক এ ধরনের সাজানো গল্প তৈরি করেছেন।
সকাল থেকেই কলকাতা পৌরসভার ভোটে রয়েছে বিজেপির অভিযোগ। বিভিন্ন জায়গা থেকেই পাওয়া যাচ্ছে উত্তেজনার খবর।