যুক্তরাষ্ট্র চীনের দুর্লভ ধাতব আমদানি বন্ধ করতে চায়
চীন থেকে আগামী ২০২৬ সালের মধ্যে দুর্লভ খনিজ উপাদানের, রেয়ার আর্থ এলিমেন্ট, আমদানি বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে গত শুক্রবার মার্কিন সিনেটে নতুন একটি বিল উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডস।
গ্লোবাল টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, ওই বিলের বিষয়ে চীনা কর্মকর্তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। বেইজিং মনে করছে, চীনের ধারাবাহিক উন্নয়ন রুখতে যুক্তরাষ্ট্র যেসব অপতৎপরতা চালাচ্ছে, এই বিলটি সেগুলোর নতুন এক সংস্করণ। তারা এও বলেন যে, চীনের অগ্রযাত্রা রুখতে ওয়াশিংটনের এই অপতৎপরতা কোনো কাজেই আসবে না।
প্রসঙ্গত, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, স্যাটেলাইট, বিভিন্ন ধরনের অস্ত্র ও সোলার প্যানেল উৎপাদনে দুর্লভ খনিজ উপাদান ব্যবহার অপরিহার্য। বিশ্বে এসব রেয়ার আর্থ এলিমেন্টের ৮৫ শতাংশই জোগান দিচ্ছে চীন।
এ ছাড়া বিভিন্ন ধরনের দুর্লভ ধাতব ও খনিজের বৈশ্বিক সরবরাহের দুই-তৃতীয়াংশই এই দেশটি থেকে আসছে। এ ধরনের ধাতব আমদানিতে চীনের ওপর নির্ভরশীলতা ক্রমে বৃদ্ধি পাওয়ায় শঙ্কিত হয়ে উঠেছে পশ্চিমা দেশগুলো।
যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো আশঙ্কা করছে, কোনোভাবে এই সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হলে তাদের গুরুত্বপূর্ণ শিল্পখাত ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে। তাই আগেভাগেই চীনের ওপর নির্ভরশীলতা কমাতে এমন পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন।