ফাহাদ সোলায়মান কুইন্স বরাে প্রেসিডেন্টের ডেলিগেট নির্বাচিত
বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ ফাহাদ সােলায়মান। তিনি জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসােসিয়েশনের সাধারণ সম্পাদক। একই সঙ্গে মূলধারার রাজনীতিতেও বাংলাদেশি একজন প্রতিনিধি হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ফাহাদ সোলায়মান ইতিমধ্যেই নিজের কর্মের পরিধি দিয়ে নিউ ইয়র্কের মূলধারায রাজনীতিতে শক্ত অবস্থানও তৈরি করেছেন। তার সে অবস্থান ইতোমধ্যেই সকলের দৃষ্টি কেড়েছে। এমনকি কুইন্স বরাে প্রেসিডেন্ট ডােনাভ্যান রিচার্ডেরও নজর কাড়তে সক্ষম হয়েছে।
তারই ফলশ্রুতিতে ফাহাদ সােলামানকে ডােনাভ্যান রিচার্ড তার ডেলিগেট নির্বাচিত করলেন।
জানা গেছে, এই পদে ফাহাদ সােলায়মানের সঙ্গে আরাে ২০ জন ডেলিগেট রয়েছেন। তারা হলেন, ল্যারি, টিম চোবিজি, জ্যারিএ্যানি, ক্যানেথ ডেভিড, আমান্ডা, জোনাথন, ড্যারিস, লারা, আদজোহা, ফুলটন হাে, এল জেমস, ক্রিস্টিয়ানা, পি জনশন, ডােস্টিন, রিচার্ড কে, ক্যাথলিন, ক্যাভিন লি, ইয়া মােনিপয়েন্ট, জোসি ময়, মিনা | প্যাসন, আতিক কাদরি, স্যারি রিসনার, মেগান, ক্লারা, মাইকেল স্কট, জেনস সি. সিলভা, স্যুচি, মেরিনা ও টিটিলায়াে।