টেক্সাসের স্কুলে হামলার আগে ফেসবুকে তিনটি বার্তা দেয় হত্যাকারী
যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্কুলে হত্যাকাণ্ডের আগ মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তিনটি সংক্ষিপ্ত বার্তা দেয় বন্দুকধারী।
বিবিসি জানায়, হামলা শুরুর কয়েক মিনিট আগে জার্মানির ফ্রাঙ্কফুর্টে এক তরুণীকে পরিকল্পনা সম্পর্কে বার্তা পাঠান হত্যাকারী।
সেখানেই তিনি এলিমেন্টারি স্কুলে গুলি চালানোর জন্য যাচ্ছেন বলে জানান। আর ওই তরুণীকে শেষ বার্তাটি দিয়েছেন হামলা শুরুর এগারো মিনিট আগে।
ফেসবুকের সত্ত্বাধিকারী মেটা বলছে ১৮ বছর বয়সী ওই সন্দেহভাজন ব্যক্তিগতভাবে এসব বার্তা দিয়েছেন।
মঙ্গলবার টেক্সাসের রব ইলেমেন্টারি স্কুলে গুলির এ ঘটনায় ১৯ শিশু ও দুজন শিক্ষক নিহত হয়েছেন। নিহত শিশুদের বয়স সাত থেকে দশ বছরের মধ্যে। ওই হামলাকারী পরে পুলিশের গুলিতে নিহত হয়।
টেক্সাসের গভর্নর জানিয়েছেন, হামলাকারী আগে কোন অপরাধ করেছেন বা আগে থেকে তার মানসিক সমস্যা ছিল; এমন কোন তথ্য নেই।
বন্দুকধারীর মা আদ্রিয়ানা রেয়েস ডেইলি মেইলকে বলেন, আমার ছেলে সহিংস ছিল না। সে যা করেছে তাতে আমি বিস্মিত।
তিনি হাসপাতালে নিজের মায়ের কাছে আছেন। স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, স্কুলে হত্যাকাণ্ডের আগে নানিকে গুলি করেছিল হামলাকারী।
এমনকি মায়ের সঙ্গে ওই বন্দুকধারীর ভালো সম্পর্ক ছিলে না বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তাও প্রত্যাখ্যান করেন তিনি।
তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিলে। তবে তার খুব বেশি বন্ধু ছিল না— বলছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গান লবি গ্রুপ ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন বা এনআরএ দেশটিতে বন্দুক নিয়ন্ত্রণের বিরোধিতা করে থাকে। স্কুলে হত্যাকাণ্ডের ঘটনার পর তার এক বিবৃতিতে বন্দুকধারীকে ‘একাকী, বিভ্রান্ত অপরাধী’ হিসেবে বর্ণনা করেছে।