ইউক্রেনের পরিস্থিতি পুতিন-মোদির ফোনালাপ
ইউক্রেনের পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির প্রধানমন্ত্রীর সচিবালয়ের বিবৃতি বলা হয়েছে দুই নেতার মধ্যে যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও খাদ্যের দামের বিষয়টি আলোচনায় এসেছে।
এছাড়া মোদি সংকট সমাধানের জন্য সংলাপ এবং কূটনীতির পক্ষে ভারতের দীর্ঘস্থায়ী অবস্থানের কথা জানিয়েছেন।
মোদির কার্যালয়ের তরফে বিবৃতিতে বলা হয়েছে, কৃষি পণ্য, সার এবং ফার্মা পণ্যের দ্বিপাক্ষিক বাণিজ্যকে কীভাবে আরও উৎসাহিত করা যায় সে বিষয়ে মোদি ও পুতিন মতবিনিময় করেছেন। এছাড়া তাদের মধ্যে আন্তর্জাতিক শক্তি এবং খাদ্য বাজারের অবস্থাসহ বিশ্বের নানা সমস্যা নিয়েও আলোচনা হয়েছে।
রাশিয়ার অপরিশোধিত তেলের অন্যতম বৃহৎ আমদানিকারক দেশ ভারত।