গোতাবায়া কপ্টারে ‘কলম্বোতে ফিরেছেন’, দুবাই চলে যাচ্ছেন?
শ্রীলঙ্কার বিপর্যস্ত রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষকে সোমবার রাজধানীতে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এতে তিনি বিদেশে নির্বাসনে পালিয়ে যেতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে।
গণবিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপক্ষে শনিবার নৌবাহিনীর সুরক্ষায় কলম্বোর রাষ্ট্রপতি প্রাসাদ থেকে পালিয়ে যান। নৌবাহিনীর একটি জাহাজে নিরাপদ আশ্রয় নেন তিনি।
এরপরই কয়েক হাজার বিক্ষোভকারী প্রাসাদ দখল করে নেয়।
এর কয়েক ঘণ্টা পরে সংসদের স্পিকার ঘোষণা করেছিলেন, রাজাপক্ষে ‘শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর’ করার জন্য বুধবার পদত্যাগ করবেন।
একজন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা সোমবার এএফপিকে বলেছেন, কাতুনায়েকে বিমানঘাঁটিতে নেওয়া হয়েছে। দেশের প্রধান বিমানবন্দর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে এর সীমানা রয়েছে।
প্রতিরক্ষা কর্মকর্তাটি বলেন, ‘রাষ্ট্রপতি ও তার সঙ্গীদের দুটি বেল ৪১২ হেলিকপ্টারে কলম্বোতে ফিরিয়ে আনা হয়েছে।
গোতাবায়ার অবস্থান সম্পর্কে রাষ্ট্রপতির কার্যালয় থেকে আনুষ্ঠানিক কোনো কিছু বলা হয়নি। তবে কয়েকটি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে অনুমান করা হয়েছে, তিনি সোমবারই আরো পরে দুবাই চলে যাবেন।
এনডিটিভি