বিশ্বের কনিষ্ঠতম বইয়ের সিরিজ লেখক আলহাজমি
বইয়ের সিরিজ লেখা বিশ্বের কনিষ্ঠতম লেখকের স্বীকৃতি পেলো সৌদি তরুণী রিতাজ হুসাইন আলহাজমি। সে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের ধাহরান শহরের বাসিন্দা। তার এই কাজের স্বীকৃতি দিয়েছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড।
ভোগ অ্যারাবিয়ার খবরে জানানো হয়েছে, আলহাজমি মাত্র ছয় বছর বয়স থেকে লেখালেখি শুরু করে। এরপর সে একই সিরিজের টানা তিনটি বই প্রকাশ করে। এতো কম বয়সে এর আগে কেউ বইয়ের সিরিজ লিখতে পারেনি।
নিজের এই কাজের স্বীকৃতি গ্রহণের সময়ে আলহাজমি বলে, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডধারী হওয়ার এই গৌরব আমি বিশ্বের তরুণ লেখকদের সঙ্গে ভাগ করে নিতে চাই। যেসব তরুণ লেখকরা নানা চ্যালেঞ্জ এবং বাধা অতিক্রম করে লেখালেখি করে যাচ্ছে আমি তাদেরকে উৎসাহিত করতে চাই।
তার প্রথম বই প্রকাশিত হয় ২০১৯ সালে। এর নাম ছিল ‘ট্রেজার অব দ্য লস্ট সি’। এরপর ওই বছরই এই বইয়ের দ্বিতীয় খণ্ড ‘পোর্টাল অব দ্য হিডেন ওয়ার্ল্ড’ প্রকাশিত হয়। ২০২০ সালে সিরিজের শেষ বই ‘বিয়োন্ড দ্য ফিউচার ওয়ার্ল্ড’ প্রকাশ করে আলহাজমি।
তবে বর্তমানে সে ‘দ্য প্যাসেজ টু দ্য আননৌন’ নামের আরেকটি বই লিখে সিরিজটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আলহাজমি জানিয়েছে, তার লেখার অনুপ্রেরণা হচ্ছেন জে কে রাউলিং এবং জোয়ানা রেন্ডেল।