শি জিনপিংয়ের নেতৃত্বে ‘বিপ্লবী ঘাঁটি’ পরিদর্শন
চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্ট শি জিনপিং, বৃহস্পতিবার চীনের শানসি প্রদেশের পুরানো বিপ্লবী ঘাঁটি ইয়ান’আন পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সিপিসির স্থায়ী কমিটির সদস্যরা।
এ বিপ্লবী ঘাঁটিটি প্রয়াত চীনা নেতা মাও সেতুং এর সাবেক বাসভবন ছিল। যেখানে সিপিসির ৭তম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল। এ ছাড়াও সেখানে ইয়ান’আন বিপ্লবী মেমোরিয়াল হল রয়েছে। যেখানে সিপিসির কেন্দ্রীয় কমিটির ঘাঁটি থাকাকালীন ১৩ বছরের ইতিহাস সংরক্ষিত আছে।
দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এই সফরকে চীনের নবনিযুক্ত শীর্ষ নেতাদের প্রতীকী সফর হিসেবে বর্ণনা করা হয়েছে। কারণ মাও সেতুং এর নেতৃত্বে কমিউনিস্ট পার্টির দেশ দখলের কেন্দ্রস্থল ছিল এই ঘাঁটি।
সম্প্রতি তৃতীয়বারের মতো চীনের নেতা হিসেবে ক্ষমতায় বসেন শি। এর মাধ্যমে তিনি দেশটির তৃতীয় প্রেসিডেন্ট হিসেবেও আবির্ভূত হয়েছেন। গেল ২০তম কংগ্রেসে শিকে নতুন করে এই দায়িত্বের জন্য নির্বাচিত করা হয়েছে। শি জিনপিংকে মাও জে দংয়ের পর সবচেয়ে ক্ষমতাধর চীনা নেতা হিসেবে দেখা হয়। তৃতীয়বারের মত প্রেসিডেন্ট হয়ে চীনের ক্ষমতায় তার নিয়ন্ত্রণ আরও শক্ত হয়েছে।