মালদ্বীপে অগ্নিকাণ্ডে বাংলাদেশীসহ নিহত ১০
মালদ্বীপের রাজধানী মালেতে অগ্নিকাণ্ডে ১০ প্রবাসী কর্মী নিহত হয়েছে। এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, মৃতের মধ্যে নয়জন ভারতীয় ও একজন বাংলাদেশী রয়েছে। এ ছাড়া আহত হয়েছে অনেকেই। খবর ইন্ডিয়া টাইমস।
কর্মকর্তারা জানান, আজ বৃহস্পতিবার সকালে একটি ভবনের নিচতলার গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। এরপর ওপরের তলায় আগুন ছড়িয়ে পড়ে। সেখান থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আমরা ১০টি মরদেহ উদ্ধার করেছি। আগুন নিয়ন্ত্রণে আনতে চার ঘণ্টা সময় লেগেছে।
বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি মালে। দেশটির রাজনৈতিক দলগুলো বিদেশী শ্রমিকদের নিয়ে প্রায়ই সমালোচনা করে থাকে। তারা মনে করে, মালের আড়াই লাখ জনসংখ্যার মধ্যে অর্ধেকই বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার।
কভিড-১৯ মহামারির সময় দেশটির স্থানীয় জনগোষ্ঠীর তুলনায় বিদেশী শ্রমিকদের মধ্যে সংক্রমণ ছড়িয়েছিল তিনগুণ বেশি।