Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 23, 2024
হেডলাইন
Homeঅর্থনীতিবাংলাদেশে মাথাপিছু আয় বেড়ে ২৮২৪ ডলার

বাংলাদেশে মাথাপিছু আয় বেড়ে ২৮২৪ ডলার

বাংলাদেশে মাথাপিছু আয় বেড়ে ২৮২৪ ডলার

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৪ নভেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২১-২২ অর্থবছরের কার্যাবলি-সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ী ২০২১-২২ অর্থবছরে আগের অর্থবছরের চেয়ে বেড়েছে মাথাপিছু আয়। ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী, মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৯১ ডলার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হওয়া মন্ত্রিসভার বৈঠকে এ তথ্য উপস্থাপন করা হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তগুলো জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রতিবেদনের তথ্যমতে, ২০২১-২২ অর্থবছর শেষে দেশে খাদ্যশস্য মজুত ছিল ১৬ দশমিক শূন্য ৭ লাখ মেট্রিক টন, যা আগের বছরের তুলনায় প্রায় ১১ শতাংশ বেড়েছে। গত অর্থবছরে রেমিট্যান্স এসেছে ২১ দশমিক শূন্য ৩ মার্কিন ডলার। এটি তার আগের বছরের চেয়ে কমেছে। ২০২০-২১ অর্থবছরে প্রবাসী আয় ছিল ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। তবে রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ৫২ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলারে। এ রকমভাবে অর্থনীতির নানা তথ্য তুলে ধরা হয় ওই প্রতিবেদনে।

এই প্রতিবেদন উপস্থাপনের সময় আসন্ন সংকটের শঙ্কা নিয়েও আলোচনা করা হয়। এছাড়াও করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ কয়েকটি কারণে ২০২৩ সালটি সংকটের বছর হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সবাইকে প্রস্তুত থাকতে খাদ্যের উৎপাদন বাড়ানোসহ একগুচ্ছ পর্যবেক্ষণ ও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভা।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment