এক বছরে ২০০ বিলিয়ন ডলারেরও বেশি হারিয়েছেন এলন মাস্ক
বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী এবং যুক্তরাষ্ট্রের গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক ২০২১ সালের নভেম্বর থেকে তার সম্পদের দুই তৃতীয়াংশ বা ২০০ বিলিয়ন ডলারের বেশি হারিয়েছেন। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ৫১ বছর বয়সী মাস্কের মোট সম্পদের প্রায় ৭০ শতাংশ কমেছে, যা গত বছরের ৪ নভেম্বর ৩৪০.৩ বিলিয়ন ডলার থেকে শুক্রবার ১৪৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
চলতি মাসেই এলন মাস্ককে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনীর স্থান দখল করে নিয়েছেন ফ্রান্সের বিলাসবহুল পোশাক ও দ্রব্য বিক্রেতা প্রতিষ্ঠান লুই ভুইতোঁ মালিক বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার। ১৮০ দশমিক ৬ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন তিনি।
ব্লুমবার্গ মাস্কের হিসাব উদ্ধৃত করে ব্যাখ্যা করেছে, প্রধানত টেসলা স্টকের দামের তীব্র হ্রাসের কারণে মাস্ক এই লোকসানের মুখে পড়েছেন। ম্যাগাজিনটি আরও জানিয়েছে, শুধু এই মাসেই মাস্কের সম্পদ ৫০ বিলিয়ন ডলার কমেছে।
ব্লুমবার্গ আরও জানিয়েছে, টুইটার কেনার জন্য মাস্কের বিতর্কিত পরিকল্পনা এবং টেসলার স্টক বিক্রি করার সিদ্ধান্তের জন্য বিনিয়োগ বন্ধ করে দিচ্ছে বিনিয়োগকারীরা। যারা বিশ্বাস করে যে তিনি দায়িত্বজ্ঞানহীনভাবে কাজ করছেন এবং অতিরিক্ত অর্থ প্রদান করছেন।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, চলতি বছর টেসলার শেয়ারের দাম ৬৫ শতাংশ কমেছে। এছাড়াও টুইটার কেনার জন্য এই বছর এত বেশি শেয়ার বিক্রি করেছেন যে টেসলার শেয়ার আর তার সবচেয়ে বড় সম্পদ নয়। বর্তমানে টেসলাতে মাস্কের আনুমানিক ৪৪ বিলিয়ন ডলারের শেয়ার অবশিষ্ট্য রয়েছে।
বর্তমানে মাস্কের সবচেয়ে বড় অংশীদারিত্ব রয়েছে মহাকাশযান প্রস্তুতকারক, স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশনে। একটি সাম্প্রতিক ফাইলিং অনুসারে মাস্ক এখন স্পেসএক্সের ৪২.২ শতাংশ এর মালিক, যার মূল্য ৪৪.৪ বিলিয়ন ডলার। এছাড়াও তার কাছে এখনও আনুমানিক ২৭ বিলিয়ন ডলার মূল্যের বিকল্প রয়েছে।