কোটি কোটি ভারতীয়র ব্যক্তিগত তথ্য এখনো টিকটকের হাতে : প্রতিবেদন
তিন বছরেরও বেশি সময় ধরে ভারতে টিকটক নিষিদ্ধ। কিন্তু সম্প্রতি ফোর্বসের এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এখনো কোটি কোটি ভারতীয় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য রয়েছে চীনা ওই অ্যাপের কাছে। যদিও টিকটক সব অভিযোগ অস্বীকার করেছে। নিষিদ্ধ হওয়ার সময় টিকটকের ১৫ কোটি ব্যবহারকারী ছিল।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফোর্বসের সঙ্গে কথা বলার সময় টিকটকের এক কর্মী বলেছেন, ভারতীয়দের কোনো ধারণা নেই, এই মুহূর্তে চীনের কাছে তাদের কতজনের তথ্য রয়ে গেছে। সংস্থার যে কোনো কর্মী, যাদের কাছে ন্যূনতম ‘অ্যাক্সেস’ রয়েছে তারাই ওই তথ্য হাতিয়ে নিতে পারবেন। সেই তালিকায় তারকা থেকে সাধারণ মানুষ—সবাই রয়েছেন।
এদিকে চীনা কম্পানিটি জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ ভুল। তাদের কাছে কোনো ভারতীয় ব্যবহারকারীর তথ্য নেই।
এ ছাড়াও ভারতসহ একাধিক দেশের অভিযোগ, টিকটক অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের সমস্ত তথ্য পাচার করছে চীন। সম্প্রতি একই দাবিতে সোচ্চার হতে দেখা গেছে যুক্তরাষ্ট্রকেও।
প্রসঙ্গত, ভারতে টিকটক আর না থাকলেও রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে বাইটড্যান্স নামে চীনা ওই কম্পানিটির এক লাখ ১০ হাজার কর্মী রয়েছে।
সূত্র: সংবাদ প্রতিদিন