Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 21, 2024
হেডলাইন
Homeভারতকরণ জোহরের সিনেমায় অভিনয় করুন: প্রিয়াংকা গান্ধীকে পরিচালক বিবেক অগ্নোহোত্রী

করণ জোহরের সিনেমায় অভিনয় করুন: প্রিয়াংকা গান্ধীকে পরিচালক বিবেক অগ্নোহোত্রী

করণ জোহরের সিনেমায় অভিনয় করুন: প্রিয়াংকা গান্ধীকে পরিচালক বিবেক অগ্নোহোত্রী

২০১৯ সালের একটি মামলায় রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন গুজরাটের একটি আদালত। খারিজ হয়েছে রাহুল গান্ধীর এমপি পদও।

আর এর পরই ‘ভাইয়ের প্রতি অবিচার হয়েছে’ এমন দাবিতে সম্প্রতি দিল্লির রাজঘাটে এক জনসভায় গর্জে ওঠেন প্রিয়াংকা গান্ধী।

মোদি সরকারের কড়া সমালোচনা করে সোনিয়াকন্যা বলেন, সাজা দিয়ে তার ভাইয়ের কণ্ঠ রোধ করা যাবে না। এর পরই প্রিয়াংকা গান্ধীকে তার বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিয়েছেন ‘দ্যা কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নোহোত্রী।

প্রিয়াংকা গান্ধী বলেন, ‘বিজেপি পরিবারতন্ত্র নিয়ে কথা বলে। আমি জানতে চাই রামচন্দ্র কে ছিলেন? রামচন্দ্রকে বনবাসে পাঠানো হয়। রামচন্দ্র পরিবারের প্রতি কর্তব্য পালন করেন। আমি জানতে চাই তিনি কি পরিবারতন্ত্রী ছিলেন? পাণ্ডবেরা কি পরিবারতন্ত্রী ছিলেন?’

প্রিয়াংকা আরও বলেন, আমার পরিবারের রক্তে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই দেশের গণতন্ত্রের জন্য আমরা সব করতে প্রস্তুত। আমাদের পরিবারকে অনেক অপমান করা হয়েছে। আমরা চুপ ছিলাম কিন্তু আর নয়।

প্রিয়াংকা গান্ধীর কথায় এতবার পরিবার শব্দ উঠে আসায় বেজায় বিরক্ত হন বিবেক অগ্নিহোত্রী। বিবেক লেখেন, ‘পরিবার… পরিবার… পরিবার… । আপনারা করছেনটা কী? পরিবারের প্রতি এতই যদি নকল ভালোবাসা তা হলে আমি বলব গান্ধীরা করণ জোহরের ছবিতে অভিনয় করতে পারেন।

অন্তত পারিবারতন্ত্রকে বজায় রাখতে পারবেন। কে বা জানে তারা করণ জোহরকে নিয়েই ডুববেন।

প্রসঙ্গত বিটাউনে স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে প্রযোজক করণ জোহরের বিরুদ্ধে। এ ক্ষেত্রে তাই গান্ধী ও করণ জোহরকে মিলিয়ে দিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

এদিকে রাজীব গান্ধীর অন্তিমযাত্রার প্রসঙ্গ তুলে এনে দেশাত্মবোধ জাগ্রত করারও চেষ্টা করেন প্রিয়াংকা গান্ধী।

তিনি বলেন, তেরঙা পতাকায় আমার বাবার দেহ ঢাকা ছিল। আর ভাই রাহুল বাবার অন্তিম যাত্রার সময় হেঁটেছিলেন। শহিদ বাবার ছেলে বলে রাহুলকে বর্ণনা করেন প্রিয়াংকা।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment