দিল্লিতে আবারও লিভ-ইন সঙ্গীকে খুন
আবার লিভ ইন সঙ্গীর হাতে খুন হলেন এক তরুণী। বিয়ের জন্য চাপ দেওয়ায় খুন হলেন তিনি। ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করা হয়। তারপর ঘাতক প্রেমিক তাকে বাড়ি থেকে ১২ কিলোমিটার দূরে ফেলে দিয়ে আসে। ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে।
এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায়, দুই যুবক বাইকে করে মৃতদেহটি প্রথমে নিয়ে আসে। এরপর দেখা যায়, মৃতদেহটি কাঁধে করে হেঁটে যাচ্ছে এক যুবক এবং তার পিছে পিছে যাচ্ছে অন্য এক নারী। পরে পুলিশ বাইকের নম্বরপ্লেট দেখে তদন্ত করতেই পুরো বিষয়টি পুলিশের সামনে আসে। মৃতদেহ বহনকারী ওই দুই যুবক আসলে বিনীতের বন্ধু এবং ওই নারী বিনীতের বোন।
খুন হওয়া ওই তরুণীর নাম রোহিনা। তার বয়স ২৫ বছর। প্রেমিক বিনীতের সঙ্গে চার বছর আগে পালিয়ে এসে উত্তর-পূর্ব দিল্লিতে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন। গত ১২ এপ্রিল রাতে পুলিশ খবর পায়, একটি বাড়ির বাইরে এক তরুণীর মৃতদেহ পড়ে আছে। প্রাথমিকভাবে দেহটিতে আঘাতের কোনো চিহ্ন না পাওয়া গেলেও ময়নাতদন্তের প্রতিবেদন বলছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রোহিনা সম্প্রতি বিনীতকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। এতেই বিরক্ত হয়ে গত ১২ এপ্রিল শ্বাসরোধে প্রেমিকাকে হত্যা করে বিনীত। তারপর মৃতদেহ সরিয়ে ফেলতে নিজের বন্ধু ও বোন পারুলের সাহায্য নেয় তারা।
এই ঘটনায় বিনীতের বোন পারুলকে ২০ এপ্রিল গ্রেপ্তার করেছে পুলিশ। জেরায় সেসব কথা স্বীকার করেছে পারুল। তবে বিনীত ও তার বন্ধু এখনো পলাতক।
সূত্র : দ্য ওয়াল