৭২ ঘণ্টার মধ্যে বিশৃঙ্খলাকারীদের খুঁজে বের করার নির্দেশ পাক প্রধানমন্ত্রীর
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের প্রতি দেশটির বিচার বিভাগের আচরণে চরম ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দেশের মধ্যে যারা সহিংসতা করছে তাদের তিনদিনের মধ্যে খুঁজে বের করে শাস্তি আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডন।
এক টুইট বার্তায় তিনি বলেন, ইমরান খানকে গ্রেফতারের পর দেশটিতে সহিংসতার মাত্রা চরমে পৌঁছেছে। রাজধানীসহ বিভিন্ন রাজ্যের প্রশাসনিক ভবনে হামলা করেছে ইমরান খানের সমর্থকরা। সহিংসতার সঙ্গে যারা জড়িত আইনশৃঙ্খলা বাহিনীকে ৭২ ঘণ্টার মধ্যে তাদের খুঁজে বের করার নির্দেশ দিচ্ছি। সেইসঙ্গে দ্রুত এসব তাদের শাস্তির আওতায় আনা হোক।
সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের পর থেকেই পাকিস্তানের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি আরও তীব্র হয়েছে। একের পর এক গ্রেপ্তার করা হয়েছে পিটিআই-এর শীর্ষ নেতাদের। দেশজুড়ে শুরু হয়েছে জ্বালাও-পোড়াও।
ক্ষুব্ধ নেতাকর্মী-সমর্থকরা রাওয়ালপিন্ডির সেনা দপ্তরে ও লাহোর সেনানিবাসের অফিসার্স কোয়ার্টারেও হামলা চালিয়েছে। এবার এই বিক্ষোভকারীদের বিরুদ্ধেই মাঠে নামছেন পাকিস্তান সরকার।